সাতকানিয়ায় জাল হাতে নিয়ে সাঁতার কেটে শঙ্খ নদী পার হতে গিয়ে পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মো. রাকিব (১৬)। ডুবে যাওয়ার প্রায় পৌনে এক ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। গতকাল রোববার দুপুরে শঙ্খ নদীর সাতকানিয়ার বোমাং হাট এলাকায় এ ঘটনা ঘটে। রাকিব উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকার আবদুর রহিমের পুত্র এবং শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এনামুল হক জানান, গত শনিবার দিবাগত রাতে পুরানগড় এলাকায় শঙ্খ নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে দুর্বৃত্তরা। বিষের প্রভাবে গতকাল সকালে নদীর বাজালিয়া বোমাং হাট এলাকায় মাছ ভেসে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকার শত শত মানুষ মাছ ধরার জন্য নেমে পড়ে। রাকিবও হাত জাল নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে দুপুর ১২টার দিকে নদীর দিয়াকূল এলাকা থেকে মাছ ও জাল হাতে নিয়ে সাঁতার কেটে নদী পার হচ্ছিল। এ সময় ডুবে যায় সে।
খবর পেয়ে বাজালিয়া ইউপি সদস্য মো. শামসুল ইসলামসহ কয়েকজন লোক নদীতে নেমে খোঁজাখুঁজির পর রাকিবের লাশ উদ্ধার করেন।