জার্মানিতে বিক্ষোভ সমাবেশে ছুরিকাঘাতে আহত পুলিশের মৃত্যু

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:৩৩ পূর্বাহ্ণ

জার্মানির মানহাইম শহরে ডানপন্থিদের বিক্ষোভ সমাবেশ চলাকালে ছুরি হামলায় আহত এক পুলিশ কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির বাডেন ভুয়ের্টেমবার্গ রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার মানমাইমের কেন্দ্রস্থলের একটি মার্কেট চত্বরে ২৫ বছর বয়সী এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। এতে ছয়জন গুরুতর আহত হয়। খবর বিডিনিউজের।

তিনি ওই পুলিশ কর্মকর্তার মাথায় বেশ কয়েকবার ছুরিকাঘাত করেন, বিবৃতিতে বলেছে পুলিশ। এতে আরও বলা হয়, হামলার পরপরই ২৯ বছরবয়সী ওই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করে জরুরি অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তিনি কোমায় ছিলেন কিন্তু রোববার বিকালে তার মৃত্যু হয়। রয়টার্স জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলেই হামলাকারীকে গুলি করে, এতে সে আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতে দাবদাহে দুই মাসে অন্তত ৫৬ মৃত্যু, ২৫০০০ হিট স্ট্রোক
পরবর্তী নিবন্ধমালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন মুইজ্জু