জামেয়া মহিলা কামিল মাদরাসায় মূল্যবান কিতাব প্রদান

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ’র একনিষ্ঠ মুরিদ ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসাইন (রহ.) এর পরিবারের পক্ষ থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার লাইব্রেরির জন্য প্রায় ২৭ হাজার টাকার মূল্যবান ৮ বিষয়ের ৪০টি কিতাব প্রদান করা হয়েছে। জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ কার্যালয়ে এক দোয়া মাহফিল শেষে মাওলানা রেজাউল হোসাইন জসিম অধ্যক্ষের হাতে কিতাব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলম, মাওলানা ইলিয়াস আল কাদেরী, মাওলানা মুনির উদ্দীন সোহেল, মুহাম্মদ সাগির আলম, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন ও মুহাম্মদ ছগীর উদ্দিন প্রমুখ। দোয়া ও মুনাজাত করেন মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী যুব ফোরামের স্বাস্থ্য ক্যাম্প