জামেয়া দারুল মা’আরিফ আল–ইসলামিয়ার ৪০তম বার্ষিক মাহফিল গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া দারুল মা’আরিফ আল–ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ সুলতান যওক নদভী। প্রধান অতিথি ছিলেন ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ। মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল, প্রফেসর ড. রশীদ জাহেদ, মাওলানা আফীফ ফুরকান মাদানী প্রমুখ। মাহফিলের দ্বিতীয় অধিবেশনে মাওলানা মাহমুদ মুজিব সংকলিত জামেয়া দারুল মা’আরিফ আল–ইসলামিয়া চট্টগ্রামের প্রাক্তন কীর্তিমান মুহাদ্দিস ও শ্রেষ্ঠ শিক্ষকদের জীবনী–সিরিজ ‘আমরা যাদের কাছে ঋণী’র দ্বিতীয় প্রকাশনা ‘পঞ্চরত্ন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।