জামিলের জামিন নামঞ্জুর

অভিনব পন্থায় জালিয়াতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৪:৪১ পূর্বাহ্ণ

অভিনব প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া জামিলের জামিন নামঞ্জুর করেছে আদালত। তিনি রাউজানের তোফাজ্জেল মুন্সি বাড়ি এলাকার এস এম কামাল উদ্দিনের ছেলে। গতকাল তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে চট্টগ্রামের মহানগর দায়রা জজ জেবুন্নেছার আদালত তা নামঞ্জুর করেন। বাদী পক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি বিদেশ যাওয়ার প্রাক্কালে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় জামিলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২০২১ সালে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির ঘটনায় কোতোয়ালী থানায় মামলাটি দায়ের হয়।

গ্রেপ্তারের পর কোতোয়ালী থানা পুলিশ তাকে প্রথমে বিজ্ঞ মহানগর ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থাপন করে। সেখানে জামিলের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। মহানগর ম্যাজিেস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে গতকাল বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে জামিনের প্রার্থনা করা হয়। আদালতে উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে জামিলের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

বাদিপক্ষে অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট জসিমউদ্দিন, অ্যাডভোকেট হাসান আলী, অ্যাডভোকেট বদরুল হাসান, অ্যাডভোকেট জিয়াউদ্দিন আরমান এবং আসামি পক্ষে অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট রাসেল প্রমুখ মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মহানগর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের হাতে অপহৃত ৪ কৃষককে মুক্তি দিতে ২৫ লাখ টাকা পণ দাবি
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা, প্রতিরক্ষা সহযোগিতা ও সমুদ্র নিরাপত্তার আলোচনায় ঢাকা-ওয়াশিংটন