জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসা

ডবলমুরিংয়ে সেই মন্টুসহ গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকা থেকে তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ এপ্রিল দিবাগত রাতে স্থানীয় মিয়া বাড়ি সেলিম সওদাগরের ভাড়াঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মহিউদ্দিন প্রকাশ মন্টু (৩০), রায়হান খালেদ (৩০) ও মাহফুজুর রহমান সামিন (২১)। গতকাল সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মন্টুকে গত ২০দিন আগে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় সে দুই কনস্টেবলকে কামড়ে দেয়। ৮দিন জেল খেটে ১২ দিন আগে জামিনে বেরিয়ে সে পুনরায় মাদক ব্যবসায়ে জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি মো. মহসীন।
তিনি জানান, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই সহযোগীসহ মন্টুকে গ্রেপ্তাার করা হয়েছে। মন্টুর বিরুদ্ধে দুইটি ও সামিনের বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় শিক্ষিকার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধডা. ইসমাইল খান চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২য় মেয়াদে ভিসি