জামায়াতের হাটহাজারী আসনের এমপি প্রার্থী পরিবর্তন

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৫ হাটহাজারী (আংশিক বায়েজিদ) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী পরিবর্তন করা হয়েছে। এই আসনে পূর্বে প্রার্থী হিসেবে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে। সমপ্রতি চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয় ও জোবরা গ্রামবাসীর সাথে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আমিরকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। ফলে তাঁর দলীয় মনোনয়নও বাতিল করা হয়। তাই জামায়াত দলের উপজেলা মহাসচিব অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী গতকাল রবিবার দলীয় প্রার্থী পরিবর্তনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল হাদী (ক.) মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধসৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর খোশরোজ কাল