জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মহানগর ছাত্রলীগের নির্দেশনায় চকবাজার থানা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জি এম তাওসীফের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালী মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। সমাবেশে উপস্থিত ছিলেন, বন্ধন সেন, শাহদাত হোসেন, এহেসানুল হক ইমন, আব্দুল কাইয়ুম কিয়াস, হিমু বড়ুয়া, আব্দুল হান্নান শাহ্ ইরফান, হামিম আল আবির, রকিবুল ইসলাম, আব্দুল কাইয়ুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।