জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ মে, ২০২১ at ১২:০৬ অপরাহ্ণ

হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় ইন্ধন দেওয়ার অভিযোগে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) ভোর সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া ২ নম্বর গলি নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় ইন্ধন দেওয়ার অভিযোগ আছে। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। এর জেরে হাটহাজারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে হেফাজাত ইসলাম। হাটহাজারী ভূমি অফিসে আগুন দেয় তারা। এসময় পুলিশের সাথে সংঘর্ষে চারজন মারা যায়। এ ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতা কর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পৃথক ১০টি মামলা করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ করতে বৃহষ্পতিবার দিবাগত রাতে সাতকানিয়া গ্রামের বাড়িতে গিয়েছিলেন শাহজাহান চৌধুরী। এর আগে ২০১৮ সালে ৩ আগস্ট নগরের খুলশী থানার মুরগির ফার্ম এলাকা থেকে শাহজাহান চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান।

পূর্ববর্তী নিবন্ধমঙ্গলে সফলভাবে অবতরণ করল চীনা নভোযান ঝুরং
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১