অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মেয়াদ ও লেভেলবিহীন পণ্য ব্যবহার করে খাবার প্রস্তুতসহ বিভিন্ন অপরাধে নগরের দুইটি রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত রেস্টুরেন্টগুলোর মধ্যে জামালখানের গ্র্যান্ড সিকদার রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা এবং মোমিন রোডের মোগল বিরিয়ানী হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে বাংলার পরিবর্তে ইংরেজিতে সাইনবোর্ড লেখায় জামালখান রোডে র্যাংকস ইমার্টকে দুই হাজার টাকা এবং ডিউর অপটিক্যালকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে কদমতলী, আইচ ফ্যাক্টরি রোডে নালা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।