গুণগত মান অক্ষুণ্ন রেখে সুন্দর নগরী গড়ার দৃঢ় প্রত্যয়ে নগরীর অভিজাত এলাকা জামালখানে সিপিডিএল আয়েশা আইকনের যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভূমি মালিক শামসুল আলম, জামালখানের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সিপিডিএলের এমডি অ্যান্ড সিইও ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ডিরেক্টর রেজাউল করিম, চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ খায়রুজ্জামান জোয়ারদার, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার তৈয়বুল আলম, চীফ বিজনেস অফিসার জিয়াউল হক খান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন তার বক্তব্যে প্রকল্পের নির্মাণশৈলী, সকল প্রকার সুযোগ সুবিধার পাশাপাশি যৌক্তিক ও গ্রহণযোগ্য বিন্যস্ততা এবং সর্বোপরি আবাসন শিল্পে সিপিডিএল আয়েশা আইকনকে একটি ল্যান্ডমার্ক প্রকল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ভূমি মালিকরা তাদের বক্তব্যে সঠিক সময়ে গুণগত মান বজায় রেখে প্রকল্প হস্তান্তর করার ব্যাপারে সিপিডিএলের পূর্বের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।