জামালখানে মতিনের গণসংযোগ

| রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়রপ্রার্থী এম এ মতিন বলেছেন, জামাল খান ওয়ার্ডে রয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব, অধিকাংশ জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক মিডিয়ার অফিস স্টেডিয়ামসহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি কার্যালয়ের অবস্থান।
তিনি বলেন, শহরের হেলদি ওয়ার্ডের এ তকমা ধরে রাখতে জামাল খান ওয়ার্ডে সেবকের সংখ্যা বৃদ্ধি, সড়ক সংস্কার, নালা-নর্দমা ও সেতু নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, পুরোনো ভবন সংস্কারসসহ জলাবদ্ধতা নিরসনে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া প্রয়োজন। গতকাল শনিবার নগরীর জামালখান ওয়ার্ডের চেরাগী পাহাড়, জামাল খান, আসকার দিঘীর পাড়, কাজির দেউড়ি, বিমান অফিস, লাভ লেইন, মেথর পট্টি, হেমসেন লেইন, জে এম সেন লেইনসহ বিভিন্ন স্পটের পথসভায় তিনি গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন আল্লামা এম এ মান্নান, আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ, আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ তৈয়ব আলী, অধ্যাপক জালাল উদ্দীন আজহারী, গোলামুর রহমান আশরাফ শাহ, মুহাম্মদ হোসাইন, ইঞ্জিনিয়ার নুর হোসাইন, নুরুল ইসলাম জিহাদি, আবুল মনসুর দৌলতি, ওবাইদুল মোস্তফা কদমরসুলী, নাসির উদ্দীন মাহমুদ, আশরাফ হোসাইন, ইয়াসিন হায়দরি, গিয়াস উদ্দীন নেজামী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাওলানা আব্দুন নবী কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ
পরবর্তী নিবন্ধঅলংকার-সাগরিকায় ওয়াহেদ মুরাদের গণসংযোগ