জামালখানে গ্র্যান্ড সিকদার হোটেলকে জরিমানা

টিকা সনদ ছাড়া খাবার পরিবেশন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

গ্রাহকদের টিকা সনদ দেখে হোটেলরেস্টুরেন্ট মালিকদের খাবার পরিবেশন নিশ্চিতে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সর্বশেষ গতকালও জামালখানসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করে সংস্থাটি। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

তিনি দৈনিক আজাদীকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ ভঙ্গ এবং টিকা সনদ ছাড়া গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে জামালখানের গ্র্যান্ড সিকদার হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ও স্বাস্থ্যবিধি না মানায় তিন ব্যক্তিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এই সময় গ্রাহকদের টিকা সনদ ও মাস্ক পরার বিষয় নিশ্চিত করার জন্য রেস্টুরেন্ট মালিকদের নির্দেশনা প্রদানের পাশাপশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিউটি ব্লগারকে যৌন নির্যাতন, আরজে নীরার জামিন নামঞ্জুর
পরবর্তী নিবন্ধসড়ক-ফুটপাত থেকে অবৈধ ৪০ দোকান উচ্ছেদ