বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাকছুদ মাসুদের পিতা জামাল আহমদ (৯০) গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি পুত্র–কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাযা আজ শুক্রবার বিকাল ৩টায় বৈলছড়ি ইউনিয়নের আনোয়ারুল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জামাল আহমদের মৃত্যুতে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, রশিদ আহমদ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন, অধ্যাপক তাজুল ইসলাম, এম হারুনুর রশিদ, কপিল উদ্দিন, বদরুদ্দিন চৌধুরী, পৌরসভা যুবলীগের আহ্বায়ক মো. হামিদ উল্লাহ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।