জামায়াতের নাশকতাকারীদের ছাড় দেয়া হবে না

মীরসরাইয়ে মতবিনিময় সভায় এমপি রুহেল

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল। তিনি দেশব্যাপী এই সন্ত্রাস ও নাশকতা ছাত্র আন্দোলনের সূত্র ধরে শুরু হলেও প্রকৃত অর্থে সরকারের প্রাথমিক কিছু সিদ্ধান্তের দায় স্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলনের শুরুতেই ওদের সাথে কথা বলে ওদের কি দাবি তার প্রতি সম্মান জানালে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। আমাদের দূরদর্শিতার অভাবেই বিএনপি জামায়াতের ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা দেশের অনেক মূল্যবান সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াতের নাশকতাকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। তিনি শোকের মাস আগস্টে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনে মাসব্যাপী কর্মসূচিসহ ১৫ আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়াহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, চেয়ারম্যান সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন দিদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, উপজেলা যুবলীগ সভাপতি মাঈনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ করিম রানা, যানবাহন শ্রমিক প্রতিনিধি জামাল উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে শোহাদায়ে কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধঅপরিচ্ছন্ন পরিবেশের জন্য তিন হোটেলকে জরিমানা