জামায়াতে ইসলামীকে গণমানুষের সংগঠনে পরিণত করতে হবে

বাকলিয়ায় সমাবেশে নেতৃবৃন্দ

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীকে গণমানুষের সংগঠনে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। গতকাল সোমবার জামায়াতে ইসলামী মহানগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত টিম ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরো বলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের সুফল যদি ঘরে তুলতে চান তবে প্রতিটি এলাকায় দলমত নির্বিশেষে সকলের কাছে সংগঠনের দাওয়াত পৌঁছাতে হবে। প্রতিটি অলিগলিতে ইউনিট কায়েমের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম মজবুত করতে হবে। সেন্টার ভিত্তিক ওয়ার্ড ও বুথ ভিত্তিক ইউনিট কায়েম করে আগামী যেকোনো নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ওয়ার্ড আমীর মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া থানা আমীর আব্দুল জব্বার ও থানা সেক্রেটারি সুলতান আহমদ। তিনি বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে চরিত্রবান, মেধাবী ও আরও মানবিক হতে হবে। মানুষের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।

থানা সেক্রেটারি সুলতান আহমদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক যে পটপরিবর্তন হয়েছে, যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে জামায়াত কর্মীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। ওয়ার্ড আমীর মোহাম্মদ কামাল হোসাইন বলেন, কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষে সংগঠন গোছানোর মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুদক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আদালতে
পরবর্তী নিবন্ধপিলখানা হত্যাকাণ্ডের তদন্ত ও লুটপাটের বিচার চায় সম্মিলিত পেশাজীবী পরিষদ