বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিল সম্প্রতি উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়াকুল এলাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে সীরাতুন্নবী মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ড. মাওলানা মাহমুদুল হক উসমানী। লোহাগাড়া সদর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আ.ন.ম নোমান, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহরের আমীর প্রফেসর ডা. জালাল আহমদ। লোহাগাড়া সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছের সহ–পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জহির মুহাম্মদ শামসুদ্দিন, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন। মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি হাসান মুহাম্মদ আমিনুল ইসলাম। মাহফিলে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সভাপতি মাস্টার আব্দুস সালাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা কামাল উদ্দিন। মাহফিলে কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুদ্দিন এবং নাতে রাসুল পেশ করেন পারভেজ আল ফারাবী। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সকল কর্মী ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।