জামায়াত-শিবির চক্রের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

উত্তর জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে সালাম

| বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম বলেছেন, কোমলমতি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ভিন্নপথে চালিত করার হীন মানসে জামায়াতশিবিরবিএনপি চক্র দেশে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে, যার মাসুল আজ জনগণকে দিতে হচ্ছে। দেশদ্রোহী জামায়াতশিবির চক্রের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল বুধবার দোস্ত বিল্ডিং চত্বরে উত্তর জেলা আওয়ামী লীগের নৈরাজ্য বিরোধী অবস্থান কর্মসূচি চলাকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহসভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জসিম উদ্দিন, আফতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, দিলোয়ারা ইউসুফ এমপি, জাফর আহমেদ, মোহাম্মদ নুরখান, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, আ স ম ইয়াছিন মাহমুদ, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, সাহেদ সরোয়ার শামীম, বখতেয়ার সাঈদ ইরান, আখতার উদ্দিন পারভেজ, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মনজুর মোর্শেদ ফিরোজ, হাসান সরোয়ার আজম চৌধুরী, সাদাত আনোয়ার সাদী, নাসির উদ্দিন দিদার, এরাদুল হক ভুট্টো, হারুন অর রশীদ, নাছির উদ্দিন রিয়াজ, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

জাতীয় শোক দিবসে কর্মসূচি :

উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সকালে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বিকেল ৩ টায় জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান এবং কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দোস্ত বিল্ডিং চত্বর থেকে শোকর‌্যালি বের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না
পরবর্তী নিবন্ধমিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়, এটা বিস্ময়ের