মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় আগামী ২৭ মে। এই মামলার আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ বেঞ্চ গতকাল রায়ের এই দিন ধার্য করেন। আদালতে এটিএম আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। প্রসিকিউসন পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী এমএইচ তামিম। রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। খবর বাসসের।
গত ২৬ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দেন (লিভ গ্রান্ট করে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সে অনুযায়ী বিষয়টি নিয়ে আপিল শুনানি শুরু হয়। নির্বাহী কমিটির সভায় আঞ্চলিক উপ কমিশনার নিয়োগ, চট্টগ্রাম অঞ্চলের স্কাউটিং সম্প্রসারণ, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১২ জন আঞ্চলিক উপ–কমিশনার মনোনয়ন প্রদান করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা, মহানগর, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলা নিয়ে ৬টি জেলা ভিত্তিক চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটস কার্য নির্বাহী কমিটি গত ২৫ মার্চ অনুষ্ঠিত ত্রি–বার্ষিক কাউন্সিল সভায় তিন বছরের জন্য গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার।