জামায়াত কর্মীদের সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে হবে

আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী

| মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াত কর্মী সমাজ কর্মী এ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে আইনজীবীদেরকে আইনী সহায়তার মাধ্যমে জনগণকে সেবা প্রদান করতে হবে। তিনি জামায়াত কর্মীদেরকে সমাজ কর্মী হিসাবে গড়ে তোলার জন্য আহ্বান জানান।

দেওয়ান বাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে আিইনজীবীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল সোমবার তিনি এসব কথা বলেন।

নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান ও নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান। মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, অ্যাডভোকেট এহতেশাম উদ্দিন, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট ফজলুল বারী, অ্যাডভোকেট আবুল মোজাফ্‌ফর, অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকী, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট নাজমুল হাসান, অ্যাডভোকেট আশরাফ, আ্যডভোকেট সাইফুদ্দীন আহম্মদ, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট আনোয়ার সাদাত, অ্যাডভোকেট সাইফুদ্দীন মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুদেরকে বইমুখী করে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরবেন এবাদত