জাফর ইকবালের হ্যাটট্রিকে মোহামেডান ব্লুজের বড় জয়, একটানা হেরেই চলেছে পুলিশ

জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৮:৫৮ পূর্বাহ্ণ

জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে টানা দু’ম্যাচ হারার পর চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ জয়ে ফিরেছে। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মোহামেডান ব্লুজ ৪-১ গোলের বড় ব্যবধানে চট্টগ্রাম জেলা পুলিশকে পরাজিত করে। এ হারে পুলিশ তাদের ছয় খেলার ছয়টিতেই পরাজিত হলো। তাদের ঝুলিতে কোন পয়েন্ট নেই। অন্যদিকে মোহামেডান ব্লুজ ছয় খেলায় ৮ পয়েন্ট অর্জন করেছে। গতকালের খেলায় উল্লেখযোগ্য দিক ছিল মোহামেডান ব্লুজের জাতীয় তারকা জাফর ইকবালের হ্যাটট্রিক। এটি লিগের সপ্তম হ্যাটট্রিক। অপর গোলটি করেন জাতীয় তারকা শাখাওয়াত রনি। শেষ মুহূর্তে পুলিশের পক্ষে একমাত্র গোলটি করেন বদলি শামীম। গতকাল শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলে মোহামেডান ব্লুজ। এতে অপেক্ষাকৃত দুর্বল জেলা পুলিশ চাপে পড়ে যায়। এ সুযোগে গোল উৎসবে মেতে উঠে কোচ নাসিরের খেলোয়াড়রা।
খেলার ৬ মিনিটে গোলের সূচনা করেন জাফর ইকবাল (১-০)। ৩৭ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বল আয়ত্বে নিয়ে একক প্রচেষ্টায় বঙে ঢুকে যান তিনি এবং বল জালে জড়িয়ে গোল ব্যবধান ২-০ করেন। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে তৃতীয় গোল করে হাটট্রিক পূর্ণ করেন জাফর ইকবাল। ডানপ্রান্ত থেকে আবিরের সেন্টার গোলমুখে এলে জাফর ইকবাল টোকা দিয়ে বল জালে পৌঁছে দেন (৩-০)। জেলা পুলিশের বিপক্ষে এটি ৪র্থ দফা হ্যাটট্রিক। ১৪ মিনিটে পেনাল্টি থেকে মোহামেডান ব্লুজের রনি দলের পক্ষে ৪র্থ গোল করেন (৪-০)। ৩৬ মিনিটে ব্লুজের অধিনায়ক টনি বর্মণের পেনাল্টি শট ক্রসবারের অনেক উপরে চলে যায়। ইনজুরি সময়ে পুলিশের শামীম গোল করলে ব্যবধান ৪-১ হয়। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের খেলোয়াড় জাফর ইকবাল। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু। প্রিমিয়ার ফুটবল লিগে আজকের খেলায় অংশ নেবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং বিসিআইসি ক্রীড়া সংসদ। বিকাল ৩.৩০টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল কিডস ক্রিকেট ফেস্ট শুরু
পরবর্তী নিবন্ধসোনার খনির যে রহস্যের কিনারা হয়নি