জাফর আহমদ মেম্বার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে এন্ট্রি আহবান

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

পূর্ব মাদারবাড়ি নবীন সংঘের উদ্যেগে আয়োজিত মরহুম জাফর আহম মেম্বার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শীঘ্রই শুরু হচ্ছে। টুর্নামেন্টে অংশ গ্রহণে ইচ্ছুক ক্লাব এবং খেলোয়াড়দের আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে নাম এন্ট্রি করার আহবান জানানো হয়েছে। এন্ট্রি ফি পুরুষ একককে এক হাজার টাকা আর পুরুষ দ্বৈতে দেড় হাজার টাকা। নুপুর মার্কেটে বুক হেভেন, এ্যাপোলো শপিং সেন্টারে টেন স্পোর্টস এবং জলসা মার্কেটে বাংলাদেশ স্পোর্টসে নাম এন্ট্রি করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধকালীপুরে প্রজন্ম একাত্তরের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় বয়স ভিত্তিক খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন