জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন রক্ষণশীল সানায়ে তাকাইচি। গতকাল শনিবার দেশটির ক্ষমতাসীন দলের প্রধান হওয়ার মাধ্যমে তিনি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। খবর বাসসের।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে(এলডিপি) ঢেলে সাজাতে সামনে পাহাড় সমান কাজ করতে হবে। এলডিপি কয়েক দশক ধরে প্রায় নিরবচ্ছিন্নভাবে জাপান শাসন করেছে। চলতি মাসের শেষের দিকে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি সংসদে অনুমোদন পেতে পারেন। দায়িত্ব গ্রহণের পর তাকে দেশের বয়স্ক জনসংখ্যা, ভূরাজনৈতিক উত্থানপতন, স্থবির অর্থনীতি এবং অভিবাসন নিয়ে ক্রমবর্ধমান অস্বস্তিসহ বিভিন্ন জটিল সমস্যার মুখোমুখি হতে হবে। শিনজিরো কোইজুমির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রান অফ ভোটে জয়ের পর তাকাইচি এলডিপি সদর দপ্তরে বলেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা এলডিপির নতুন অধ্যায়ের সূচনা করেছি।

৪৪ বছর বয়সী কোইজুমি জিততে পারলে আধুনিক সময়ে জাপানের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতেন এবং এলডিপির জন্য প্রজন্মগত পরিবর্তনের প্রতিনিধিত্ব করতে পারতেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাকাইচির প্রথম দাপ্তরিক দায়িত্বগুলোর একটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো, যিনি অক্টোবরের শেষের দিকে এক সংক্ষিপ্ত সফরে জাপান আসবেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা ৬ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হল ইরানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ছয় জঙ্গি এবং এক ধর্মীয় নেতাকে হত্যার দায়ে এক কুর্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার এদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যোগসাজশ থাকা একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের ৬ জনের মৃত্যুদণ্ড শনিবার সকালে খুজেস্তানে কার্যকর হয়েছে। ওই সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যকে হত্যা এবং খোররামশহরে বোমাবর্ষণসহ একাধিক সহিংস ঘটনার দায় স্বীকার করেছিল, বলেছে তারা। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি মেহের, মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের নাম-পরিচয়ও বলেনি। ধর্মীয় নেতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুর্দিকে ইরানি গণমাধ্যম সন্ত্রাসী আখ্যা দিলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
পরবর্তী নিবন্ধমেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট ২৫ অক্টোবর শুরু