জাপানে প্রত্যন্ত দ্বীপপুঞ্জে দুই সপ্তাহে ৯০০ ভূমিকম্প, সমুদ্রে অদ্ভুত গর্জন

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৩৫ পূর্বাহ্ণ

দক্ষিণ জাপানের একটি প্রত্যন্ত ও জনবহুল দ্বীপপুঞ্জে টানা দুই সপ্তাহে ৯০০ বারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর বাংলানিউজের।

সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, তারা ব্যাপক উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন এবং অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না। বুধবার ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের পর দেশটির কর্তৃপক্ষ জানায়, ২১ জুন থেকে টোকারা দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্র এলাকা ভূমিকম্প প্রবণতায় অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতাও জারি করা হয়নি। তবে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, টোকারা এলাকায় অতীতেও একাধিক ভূমিকম্প হয়েছে, তবে এবারের মতো এত ঘনঘন ভূমিকম্প আগে দেখা যায়নি। জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এটি প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারের ওপর অবস্থিত, যেখানে একাধিক টেকটোনিক প্লেটের মিলনস্থল। প্রতি বছর দেশটিতে প্রায় দেড় হাজারের মতো ভূমিকম্প হয়। টোকারা দ্বীপপুঞ্জের ১২টি দ্বীপের মধ্যে সাতটিতে প্রায় ৭০০ জন বাসিন্দা রয়েছেন। এসব দ্বীপের বেশ কয়েকটিতে হাসপাতাল নেই। সবচেয়ে কাছের বড় শহর কাগোশিমায় পৌঁছাতে ফেরিতে ছয় ঘণ্টারও বেশি সময় লাগে।

পূর্ববর্তী নিবন্ধশিকাগোতে নাইট ক্লাবে গুলি, নিহত ৪
পরবর্তী নিবন্ধমহাকাশে হারাল জেফ বেজোসের ৮ কোটি ৮০ লাখ ডলারের স্যাটেলাইট