জাপানে ধেয়ে যাচ্ছে টাইফুন সানসান, জরুরি সতর্কতা

| বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

দক্ষিণপশ্চিম জাপানের ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘সানসান’। আজ বৃহস্পতিবার আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। কর্মকর্তারা বলছেন, অঞ্চলটিতে এ ঝড় হতে পারে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ঝড়গুলোর অন্যতম। আবহাওয়া সংস্থা এরই মধ্যে ঝড়ের পূর্বাভাস পেয়ে জরুরি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, এই টাইফুনের প্রভাবে বন্যা, ভূমিধস হতে পারে এবং দমকা বাতাসের তোড়ে ভেঙে পড়তে পারে ঘরবাড়ি। খবর বিডিনিউজের।

টাইফুন সানসান যেসব জায়গার ওপর দিয়ে বয়ে যেতে পারে সেসব এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। টয়োটার মতো নামকরা গাড়ি তৈরি কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে বেশকিছু ফ্লাইট এবং ট্রেন চলাচলও।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের অভিযান, নিহত ৯
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে বিজেপির বন্‌ধ-এ সংঘর্ষ, ধরপাকড়, গুলি