জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক বোমা নিক্ষেপের ঘটনার পর তিনি নিরাপদেই আছেন। শনিবার স্থানীয় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে যাওয়ার সময় কিশিদার ওপর ওই হামলা হয়। এতে তার কিছু না হলেও ঘটনাটি এখনও আঁতকে ওঠার মতো। কারণ, প্রথমেই বলতে গেলে জাপান বিশ্বের অন্যতম একটি নিরাপদ দেশ। সেদেশে খুবই কঠোরভাবে অস্ত্র নিয়ন্ত্রণ করা হয়। এমন একটি দেশে স্মোক বোমা হামলার মতো ঘটনা–তাও আবার সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার এক বছরেরও কম সময়ের মধ্যে, যিনি ছিলেন কিশিদারই পূর্বসূরি। এটিও চোখে পড়ার মতো। শিনজো আবে নির্বাচনী প্রচারে এক জনসভায় বক্তব্য রাখার সময় হামলার শিকার হয়েছিলেন। এবারও একইভাবে জনসভায় জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে নিশানা করে তার ওপর স্মোক বোমা হামলা আবে হত্যার সেই স্মৃতিকেই যেন ফিরিয়ে আনছে। যদিও দুটো হামলার ঘটনার মধ্যে বিস্তর ফারাক আছে। আবের ওপর হামলার সময় তাকে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, যেটি সম্ভব হয়েছে কিশিদার ক্ষেত্রে। খবর বিডিনিউজের।