জানুয়ারির মধ্যে বৈধতা নিতে হবে অবৈধ বিদেশিদের

| শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৯ পূর্বাহ্ণ

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, এ সময়সীমার মধ্যে বৈধতা অর্জন না করলে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তি ও জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন কিংবা কর্মরত আছেন। ভিনদেশি এসব নাগরিককে আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হল। খবর বিডিনিউজের।

অবৈধ বিদেশিদের ব্যাপারে গত ৮ ডিসেম্বরও একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেখানে বৈধতা অর্জনের কোনো সময়সীমা উল্লেখ ছিল না। একই দিন সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, অবৈধভাবে কোনো বিদেশি নাগরিকদের সরকার বাংলাদেশে থাকতে দেবে না। কোন দেশের কত নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, এমন প্রশ্নের উত্তরে সেদিন তিনি বলেছিলেন, এমন পরিসংখ্যান মন্ত্রণালয়ের কাছে নেই। কোন দেশের কতজন রয়েছেন সেটিও তিনি বলেননি। তবে নির্দিষ্ট সময়ের পর আর কাউকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জোর দিয়ে বলেছিলেন। এজন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথাও তুলে ধরেছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধজনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে