কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন ২ ঘণ্টা দেরিতে ছেড়ে আসায় চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেসের সাথে ক্রসিং হয়েছে জান আলী হাট রেলওয়ে স্টেশনে। ট্রেন দুটির ক্রসিং হওয়ার কথা ছিল দোহাজারী স্টেশনে। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন দেরিতে ছেড়ে আসায় জান আলী হাট স্টেশনে ক্রসিং করতে হয়েছে। জান আলী হাট স্টেশনে মাত্র ১৭ বগি ক্রসিং করতে পারে। এর বেশি বগি হলে দোহাজারী ছাড়া আর কোথাও ক্রসিং করতে পারে না। ভাগ্যক্রমে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেসের ১৭ বগি থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। অনেক সময় যাত্রী বেশি হলে বগি বেশি থাকে। এই ব্যাপারে জান আলী হাট রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দিন আজাদীকে বলেন, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস দেরিতে ছেড়ে আসায় জান আলী হাটে স্টেশনে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসের সাথে ক্রসিং করতে হয়েছে। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের সাথে প্রবাল এক্সপ্রেসের ক্রসিং হওয়ার কথা ছিল দোহাজারী।
প্রবাল এক্সপ্রেসের ১৭ বগি থাকায় কোনো সমস্যা হয়নি। এর বেশি হলে ক্রসিং করা সম্ভব হতো না। সাধারণত সঠিক সময়ে ছেড়ে আসলে দোহাজারী রেলওয়ে স্টেশনে ক্রসিং হয়।
তিনি বলেন, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস বেলা ১১ টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশন পৌঁছে। আমার জান আলী হাটে আসে ১১ টা ৫৭ মিনিটে। আজকে এসেছে প্রায় ২ টায়।