দিনাজপুরে অনুষ্ঠিত ৫৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়ায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ(বকুল অঞ্চল) হকি প্রতিযোগিতার গ্রুপের শেষ ম্যাচে রাজশাহী পুলিশ লাইন স্কুলের (চাঁপা অঞ্চল) কাছে পরাজিত হয়। ফলে ৩ ম্যাচ শেষে ২জয় ও ১ পরাজয়ে ৬ পয়েন্ট অর্জন করে তালিকার দ্বিতীয় স্থান অর্জন করে রানার্স আপ হয় মিউনিসিপ্যাল স্কুল। এদিকে রাজশাহীর পুলিশ লাইন স্কুল সমসংখ্যক খেলায় শতভাগ জয় দিয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করে তালিকার শীর্ষ স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে। চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শাহেদুল করির চৌধুরী উভয় দলের ম্যানেজার,কোচ এবং সকল খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন।










