জাতীয় স্কুল, মাদ্রাসা ব্যডমিন্টনে আইনানের ডাবল ক্রাউন

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আইনান তাজরিয়ান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হয়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বকুল অঞ্চলে (চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটে) কৃতিত্ব দেখিয়েছে। রাইফেল ক্লাবে অনুষ্ঠিত ব্যাডমিন্টন ইভেন্টে সে একক এবং দ্বৈতে (জুটি–সাদিয়া তাহ্‌িসন) চ্যাম্পিয়ন হয়ে ডাবল ক্রাউন লাভ করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস তায়কোয়ানডো লিগে ক্ষুদে ত্রিশূলের কৃৃতিত্ব
পরবর্তী নিবন্ধপটিয়ার হরিণ খাইনে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত