জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া আসরের বাস্কেটবলে সেন্ট প্লাসিডস স্কুল সেরা

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সেন্ট প্লাসিডস স্কুল উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরে অনুষ্ঠিত জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম শীতকালীন ক্রীড়া আসরের বাস্কেটবল বালক গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দিনাজপুর সেন্ট ফিলিপস স্কুলের বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট শিক্ষা উপ-অঞ্চল নিয়ে গঠিত বকুল অঞ্চলের প্রতিনিধিত্ব করে চট্টগ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া আসরের প্রথম ম্যাচে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলকে ৫১-৪৬ পয়েন্টে, দ্বিতীয় ম্যাচে যশোরের মুসলিম একাডেমিকে ৫২-৩৫ পয়েন্টে এবং স্বাগতিক প্রতিষ্ঠানকে ৪৬-১৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে এই কৃতিত্ব দেখায়।
প্রতিযোগিতা শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র হাত থেকে সেন্ট প্লাসিডস স্কুলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন ট্রপি গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা টি-২০ বয়েজ ক্লাবের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধটিটিতে চ্যাম্পিয়ন নান্নু রানার আপ জামান