জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের দাবি

বৃহত্তর সুন্নী জোটের সংবাদ সম্মেলন

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৪০ পূর্বাহ্ণ

বৃহত্তর সুন্নী জোটের উদ্যোগে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়া হলেও এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা না করাতে অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে। অদ্যাবধি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনরূপ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন। বক্তব্য দেন, ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইবরাহীম আখতারী, বিএসপির ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী আশেকুর রহমান হাশেমী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মোশাররফ হোসেন হেলালী, অ্যাডভোকেট ইকবাল হাসান, ঢালি কামরুজ্জামান হারুন, মুহাম্মদ আব্দুল হাকিম, মোহাম্মদ ইব্রাহীম মিয়া, ডা. অধ্যক্ষ এস এম সরওয়ার, এস এম তারেক হোসাইন, অধ্যক্ষ আবু নাসের মোহাম্মদ, এস এম বারী মুসা প্রমুখ।

সংবাদ সম্মেলনে বৃহত্তর সুন্নী জোটের পক্ষে ১৩ দফা দাবির মধ্যে রয়েছেনির্বাচন কমিশন ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করা, জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোটের আয়োজন করা, রাষ্ট্রীয় যে কোনো বৈঠকে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের উপস্থিতি নিশ্চিত করা, জুলাই হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করা অন্যতম।

বৃহত্তর সুন্নী জোটের দাবির পক্ষে জনমত গঠনে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ নভেম্বর চট্টগ্রামে জনসভা, ২০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সিআইএমজি’র বার্ষিক মিলনমেলা
পরবর্তী নিবন্ধকাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ফ্যামিলি নাইটের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন