জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটিয়ায় মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

পটিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভা ও মৎস্যজীবিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রায় ত্রিপুরা, থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ, তানভির আহসান, মো. আব্দুল আলীম, মো. আবু তৈয়ব, মৃন্ময় দাশ, দেলোয়ার হোসেন,গৌতম সেন, বাবুল কান্তি দে, মাকসুদ আহাম্মদ, রহমত উল্লাহ্‌, ফরিদ আলম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ৬০ জন মৎস্যজীবী। শেষে মৎস্যজীবীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবেলায়েত উল্লাহ খান হাসানীর (রহ.) ওফাতবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধগত সরকারের গাফিলতিতে কাপ্তাই সড়ক চার লেন হয়নি