জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ শুরু আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

‘স্বচ্ছভাবে ভ্যাট দিন, ইএফডিতে চালান নিন’ এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। গতকাল শুক্রবার ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়।

কর্মসূচির অংশ হিসেবে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আলোচনা সভা ও সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন
ও আইটি) ড. মইনুল খান, কর আপীল অঞ্চলের কমিশনার সফিনা জাহান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভ্যাট কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম চার মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৫১৯ কোটি টাকা বেশি আদায়
পরবর্তী নিবন্ধবিশ্ব মানবাধিকার দিবস আজ