জাতীয় ভোটার দিবস উদযাপন

আজাদী ডেস্ক | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন উপজেলায় নানান কর্মসূচি পালিত হয়েছে।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে গতকাল বুধবার জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারিভাবে এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার। উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা খালেদ বিন হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম, ওসি (গোয়েন্দা) আমির হোসাইন। পূর্বাহ্নে একটি র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। গতকাল বুধবার শোভাযাত্রাটি উপজেলা ক্যাম্পাস থেকে শুরু করে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, মুহাম্মদ হাসান, মো. বায়েজিদ আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন প্রমুখ। পরে রাঙ্গুনিয়া সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রূদ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, ওসি তদন্ত সুজন কুমার দে, উপজেলা নির্বাচন অফিসার আবু তালেব মণ্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিম শরীফ, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, নলুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিমা আবছার চৌধুরী।

ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, গত বুধবার দিবসটি উপলক্ষে র‌্যালি ও পরে উপজেলা জহুরুল হক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিনুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান মাহামুদুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকতা সাইদুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ভোটাররা উপস্থিত ছিলেন। এসময় জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নির্বাচন কর্মকর্তা বিধি সম্মত আবেদন দ্রুত সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার উপজেলা পরিষদের সামনে র‌্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক । উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস.এম. তোফাইল বিন হোসাইন ,উপ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া , উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, কাউন্সিলর কাঞ্চন কুমার বড়ুয়া, রোজিয়া সুলতানা প্রমুখ। এ সময় বক্তারা দেশের গনতান্ত্রিক অধিকার নিশ্চিত করনে ভোগাধিকার প্রয়োগ ভোটার হওয়ার উপর গুরুপ্তারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব ষোলশহরে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসাতকানিয়া এওচিয়া কৃষ্ণ মন্দিরে মহানামযজ্ঞ আজ