জাতীয় বয়সভিত্তিক সাঁতারে চট্টগ্রামের তিনটি স্বর্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা তিনটি স্বর্ণপদক ও একটি রৌপ্য পদক লাভ করেছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাঁতারু মোহাম্মদ তৌফিক চারটি ইভেন্টে অংশগ্রহণ করে তিনটিতেই স্বর্ণপদক ও একটিতে রৌপ্য পদক লাভ করেছে। প্রতিযোগিতার ১ম দিনে ৮-১০ বছর বালক ক্যাটাগরিতে ২০০ মিটার একক মিডলেতে ৩:২৯:৬৯ সময় নিয়ে স্বর্ণ পদক লাভ করে তৌফিক। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ৫০মিটার ব্রেস্ট স্ট্রোকে বিকেএসপির সাতারুকে পেছনে ফেলে ০০:৪৪:০৩ সময় নিয়ে এবং ৫০ মিটার ফ্রি স্টাইলে ০০:৫৪;৫৯ সময় নিয়ে স্বর্ণ পদক লাভ করার গৌরব অর্জন করে। এছাড়া ৫০ মিটার ব্যাক স্ট্রোক এ রৌপ্য পদক লাভ করে। আজ তৌফিকের দুটি ইভেন্ট রয়েছে। সেখানেও ভালো ফলাফলের সম্ভাবনা আছে। উল্লেখ্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এটিই সাঁতারের যে কোন জাতীয় প্রতিযোগিতায় বড় ধরনের সাফল্য বলে জানান সাবেক জাতীয় সাঁতারু মাহবুবুর রহমান সাগর।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে কাল
পরবর্তী নিবন্ধবন্দরের কাছে হার মানলো সিটি কর্পোরেশন