জাতীয় ব্যাডমিন্টনে সেরা সোয়াদ ও নাছিমা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

পুরুষ এককের শ্রেষ্ঠত্বের লড়াই জমেনি মোটেও। সরাসরি সেটে জিতে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে সেরা হয়েছেন খন্দকার আবদুস সোয়াদ। মেয়েদের এককে প্রথমবারের মতো সেরা হওয়ার স্বাদ পেয়েছেন নাছিমা খাতুন। পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে গতকাল শনিবার ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ এককের ফাইনালে আল আমিন জুমারকে ২১১৪, ২১৪ গেমে হারান সোয়াদ। টানা তৃতীয়বার সেরা হলেন তিনি।

নারী এককের ফাইনালে ঊর্মি আক্তারের শুরুটা হয়েছিল ২১১২ ব্যবধানের জয়ে, কিন্তু পরের দুই সেটে তিনি ছন্দ হারান। ২১১৭ ও ২১১৭ গেমে সেট দুটি জিতে সেরা হন নাছিমা। বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলা শাটলার নাছিমার চোখ এখন আন্তর্জাতিক মঞ্চে। ‘প্রথম গেম হারলেও আত্মবিশ্বাস হারাইনি। জানতাম পারব। এখন লক্ষ্য আন্তর্জাতিক সাফল্য। এসএ গেমসে চাই পদক জিততে।’ পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে নাঈমমিজান জুটি। মহিলা দ্বৈতে বৃষ্টি আক্তারের সাথে জুটি গড়ে সেরা হয়েছেন নাছিমা। পরে তিনি সিফাত উল্লাহ গালিবের সাথে মিশ্র দ্বৈতের পদকও জিতেছেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হাটহাজারী খেলোয়াড় সমিতি
পরবর্তী নিবন্ধঅতীত না ভেবে সেরা ক্রিকেট খেলে রেকর্ড বদলাতে চান লিটন