জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দিনাজপুর ৩–২ গোলে সিরাজগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দিনাজপুর খেলার এক পর্যায়ে দুই গোলে এগিয়ে ছিল। সিরাজগঞ্জ ম্যাচের শেষ দিকে ২–২ গোলে সমতা আনে। অতিরিক্ত সময়ে দিনাজপুর আরেক গোল করে। সিরাজগঞ্জ নিশ্চিত কয়েকটি গোলের সুযোগ মিস করায় শেষ পর্যন্ত দিনাজপুর ট্রফি নিয়ে মাঠ ছাড়ে।












