জাতীয় ফুটবলার ছুরত আলম আর নেই

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

সাবেক জাতীয় ফুটবলার ছুরত আলম (৮২) আর নেই। গত মঙ্গলবার রাতে স্থানীয় একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ছুরত আলম। গতকাল বুধবার বাদ জোহর কঙবাজার শহরের টেকপাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে গোলদীঘির পাড়স্থ বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
ছুরত আলম কক্সবাজার তারাবনিয়ারছড়া জামে মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক ও বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। তিনি বেসরকারি জেল পরিদর্শক ও পৌর মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেবেকা সুলতানা আইরিনের পিতা।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে পোর্ট সিটি ভার্সিটির প্রযুক্তি বিষয়ক কনফারেন্স শুরু
পরবর্তী নিবন্ধপরিবারের কৃতজ্ঞতা প্রকাশ প্রকৌশলী এম আলী আশরাফের কুলখানি সম্পন্ন