তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহনের জন্য চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠনের লক্ষ্যে গত দুইদিন ধরে বাছাই কার্যক্রম পরিচালনা করে আসছিল চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন। গতকাল সোমবার দ্বিতীয় দিনের মত চলে এই বাছাই কার্যক্রম। গতকালের বাছাই পর্ব শেষে চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে ৩৪ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।
প্রাথমিকভাবে বাছাইকৃত দলে রয়েছে গোলরক্ষক–সাদ্দাম, হিরো, শহিদুল এবং সালা উদ্দিন। রক্ষণভাগে রয়েছে আলাউদ্দিন, মিঠু, বাবু, প্রকাশ, হাসান, সাজ্জাদ, আখতার, আলমগীর, রাকিব, রনি, শিবলু। মধ্যমাঠে রয়েছে শান্ত, তানভীর, আসিফ, জুনায়েদ, ফাহিম, দিদার, আনন্দ,হাফিজ, দিপু, জিবলু, রিয়াদ। এছাড়া আক্রমণভাগের ফুটবলাররা হলেন সুমন, নয়ন, রিংকু, সায়মন, নকি, সাকিব, রোমান, শাহীন। প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়দের আজ মঙ্গলবার বিকেল ৪ টায় চট্টগ্রাম জেলা ষ্টেডিয়ামে খেলার সরঞ্জামসহ উপস্থিত হওয়ার জন্য চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।