বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে আয়োজিত জাতীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ফিজিক্যাল দল। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে তারা ২৩ রানে হারায় সাতক্ষীরা ফিজিক্যাল দলকে। আগে ব্যাট করে চট্টগ্রাম কাজলের ৩১ বলে ৩৪ ও শাহরিয়ার শামীমের ২৮ বলে ৩০ রানের উপর ভর করে ৮ উইকেটে ৯৩ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে সাতক্ষীরা নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেটে ৭০ রান সংগ্রহ করলে চট্টগ্রাম ২৩ রানে ট্রফি জিতে নেয়। আসরে সেরা ব্যাটসম্যান ও সেরা ফিল্ডারের পুরস্কার লাভ করেন চট্টগ্রামের কাজল। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন শাহরিয়ার শামীম। ফাইনাল শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপদের পুরস্কৃত করেন প্রধান অতিথি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডিজএ্যাবল স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন দিদারুল আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।