বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে এক্সিম ব্যাংক ৩০তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় গ্রুপ পর্বের ১ম খেলায় চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দল ৩৩-২৭ গোলে ময়মনসিংহ জেলা দলকে পরাজিত করে প্রতিযোগিতায় শুভ সূচনা করে। চট্টগ্রাম জেলা দলের পক্ষে মো. আরাফাত হোসেন সর্বোচ্চ ৮টি, মো. আমজাদ খান ৭টি, সুনীল ত্রিপুরা ৭টি, মো. আলমগীর ৪টি, একরামুল হক ৪টি ও মো. রাসেল ৩টি গোল করেন। বিজিত দলের পক্ষে মো. সাকিব ৯টি, মো. মোমিনুল ৭টি গোল করেন।