জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেন সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৫৪ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা(৭৯) জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।

রাঙামাটি জেলা নির্বাচন অফিসার মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গত ২৯ আগস্ট দুপুরে অফিস চলাকালীন সময়ে রাঙামাটি জেলা নির্বাচন অফিসে এসে নিজেকে ভোটার তালিকায় অন্তুর্ভুক্ত করতে ছবি তোলাসহ আনুষঙ্গিক সকল কাজ সম্পন্ন করেছেন তিনি।”

তিনি বলেন, “বাংলাদেশের যেকোনো নাগরিক জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেত পারেন এটাই স্বাভাবিক।”

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের জন্য সন্তু লারমা আবেদন করলেও এখনও তা হাতে পাননি তিনি তবে ভোটার তালিকায় ইতোমধ্যেই অন্তর্ভুক্ত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪২ সালের ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার মহাপুরম গ্রামে জন্মগ্রহণ করেন সন্তু লারমা। তার পিতার নাম চিত্ত কিশোর চাকমা, মাতা সুভাষিণী দেওয়ান। বর্তমানে সন্তু লারমার বয়স ৭৯। তবে সন্তু লারমার ভোটার হওয়ার প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র জরুরিভাবে প্রয়োজন হচ্ছে বিধায় তিনি আবেদন করেছেন। আগে প্রয়োজন হয় নাই তাই আবেদন করেননি।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সামরিক শাখা শান্তিবাহিনীর সাবেক প্রধান সন্তু লারমা ১৯৯৭ সালে সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরের মাধ্যমে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তিনি ১৯৯৯ সালের ১২ মে শান্তিচুক্তি মোতাবেক বিশেষ শাসনব্যবস্থার অধীনে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রামের সর্বোচ্চ প্রতিষ্ঠান আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদায়)-এর দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়া তিনি ২০০০ সালে গঠিত বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতির দায়িত্বও পালন করে আসছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ইয়াবাসহ আটক ১
পরবর্তী নিবন্ধবিএনপি যাদের নিয়ে ঐক্য করে তাদের মধ্যে প্রচণ্ড অনৈক্য