জাতীয় নির্বাচনে সনাতনী সমপ্রদায়কে পাশে চায় বিএনপি : মেয়র শাহাদাত

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সনাতনী সমপ্রদায়কে পাশে চায় বিএনপি। বিএনপিও প্রতিষ্ঠালগ্ন থেকেই সনাতনীদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের নেত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংখ্যালঘু শব্দটি ব্যবহার করতে চান না আমরা সবাই বাংলাদেশী আর সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, এদেশ সবার। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ গড়বো যার নেতৃত্ব দিবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। তারেক রহমানের বাংলাদেশ হবে অসামপ্রদায়িক ও বৈষম্যহীন। আমি আপনাদের নগরপিতা নই, আমি আপনাদের সেবক। আমার নগর হবে হেলদি ও নিরাপদ গ্রীণসিটি। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি যেখানে আপনাদের সর্বোচ্চ অংশগ্রহণ ও সহযোগিতা চাই আমি। নগরীর প্রেসক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি হলে পূজয়ণের ৩য় বর্ষপূর্তি ও শ্রীমদভগবদগীতা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আশীর্বাদক ও উদ্বোধক ছিলেন তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী দেবদীপানন্দপুরী মহারাজ। সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সিলেটের যুগ্ম জেলা জজ প্রবাল চক্রবর্তী, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সঞ্জয় চক্রবর্তী মানিক, বাপ্পী দে, মিঠুন বৈষ্ণব, পূজায়ণের সভাপতি তুর্জয় দাশ জয়, রাহুল দে, প্রান্ত সাহা, নয়ন শীল, উল্লাস দাশ, অর্ক দাশ, জিশান ঘোষ, সৃজল বনিক, সৌম্য চৌধুরী, টিটু কান্তি দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ৬২ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫২ কেজি পোনা অবমুক্তকরণ
পরবর্তী নিবন্ধ২০২৬ সালের এইচএসসি পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা মে-জুনে