আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ক্রিকেটারদের প্রায় সবাই ঢাকা প্রিমিয়ার লিগ খেলায় ব্যস্ত হয়ে পড়লেও গত ৭ এপ্রিল আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ শেষ করার পরপরই ছুটিতে দেশে ফিরে গিয়েছিলেন জাতীয় দলের কোচিং স্টাফরা। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি ওয়ানডে সিরিজের আগে ভিনদেশি কোচিং স্টাফদের কেউ কেউ আবার ঢাকায় ফিরে আসছেন। সবার আগে বাংলাদেশে পা রাখলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গত সোমবার রাজধানীতে পৌঁছে গেছেন হাথুরু।
এদিকে ঈদের ছুটি শেষে আবার মাঠে ফেরার প্রস্তুতির সময় চলে এসেছে ক্রিকেটারদের। আগামী ৩০ মে রাতে লন্ডনের উদ্দেশে উড়ে যাবে জাতীয় ওয়ানডে দল। আর বাকিদের ব্যস্ত হয়ে ওঠার উপলক্ষ ঢাকা প্রিমিয়ার লিগ। ১ মে মাঠে গড়াবে সুপার লিগ। আয়ারল্যান্ডের সাথে লন্ডনের চেমসফোর্ডে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবার আগে ঘরের মাঠে নিবিড় অনুশীলন করবে টাইগাররা। আগামীকাল ২৭ এপ্রিল সিলেটে শুরু হবে সে ৩ দিনের আবাসিক ক্যাম্প। বুধবার অনুশীলন শুরু হলেও জাতীয় দল সিলেট গেছে গতকাল মঙ্গলবার। ২৭ থেকে ২৯ এপ্রিল চলবে অনুশীলন। ২৯ এপ্রিল সন্ধ্যার ফ্লাইটেই রাজধানীতে ফিরে আসবে জাতীয় দলের বহর। পর দিন মধ্যরাতে লন্ডন যাত্রা।