জাতীয় টিম স্নুকার টুর্নামেন্টের ৭ম দিনের খেলার ফল

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১২:০০ অপরাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন এর যৌথ উদ্যেগে আয়োজিত ব্রিজস্টোন ৭ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ এর ৭ম দিনের খেলায় কুমিল্লা সিটি ক্লাব ৩০ গেমে লি রয়েল স্পোর্টসকে পরাজিত করে। এছাড়া দিনের অপর ম্যাচ গুলোতে কিউ স্পোর্টস একাডেমি ৩০ গেমে কুমিল্লা ক্লাবকে, ব্র্যকার্স পুল এন্ড স্নুকার ৩০ গেমে র‌্যাভেন বিলিয়র্ড এন্ড গ্যামিংকে, আর এন্ড বি বিলিয়ার্ডস সেন্টার ৩০ গেমে বনাননী ক্লাবকে, চিটাগং ক্লাব ‘এ’ ৩২ গেমে স্পোটেক্স বিলিয়ার্ডকে এবং কিউ এন্ড ইউ বিলিয়াড ৩১ গেমে বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। এর আগের খেলায় নারায়নঞ্জ ক্লাব ৩২ গেমে আর এন্ড বি বিলিয়ার্ড সেন্টারকে, কিউ স্পোর্টস হাব ৩০ গেমে কুমিল্লা ক্লাবকে, র‌্যাভেন বিয়িার্ডস এন্ড গ্যামিং ৩২ গেমে ঢাকা ক্লাবকে, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ৩২ গেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোনকে, কিউ বিলিয়ার্ডস ৩১ গেমে ব্র্যাকার্স পুল এন্ড স্নুকারকে হারায় এবং বাংলাদেশ ক্লাব লিঃ ও বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমির মধ্যে খেলাটি ০০ তে শেষ হয় ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ইন্টার-সেমিস্টার স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাফি স্মৃতি উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন