জাতীয় জীবনের সকল অর্জনের নেপথ্যে রয়েছে ছাত্রসমাজের অনন্য ভূমিকা

ছাত্রসেনা মহানগরের অভিষেক

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন, ছাত্ররাই হচ্ছে একটি আদর্শিক জাতিসত্তা গঠনের অন্যতম অনুঘটক। দেশের উন্নয়ন অগ্রযাত্রার পথে ছাত্রসমাজের অবদান মোটেও বিস্মৃত হবার নয়। জাতীয় জীবনের সকল অর্জনের নেপথ্যে রয়েছে ছাত্র সমাজের অনন্য ভূমিকা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মেকাবিলায় সমৃদ্ধ দেশ বিনির্মানে ছাত্রসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি গত ১৭ অক্টোবর ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নগরীর একটি কমিউনিটি সেন্টারে ছাত্রসেনা মহানগর সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল। সংবর্ধিত অতিথি ছিলেন ছাত্রসেনা মহানগর সাবেক সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল ও হাফেজ মুনির উদ্দিন, ইমরান হোসেন মুনিরী, হাফেজ মুহাম্মদ রিদোয়ান।

উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহেদুল ইসলাম, মুহাম্মদ জয়নাল আবেদীন, আলআমিন, এইচ.এম.ওমর ফারুক, রিয়াদ মামুন রবিউল আজাদ, জেবুল হোসেন, ইশতিয়াক রাফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূল শিক্ষা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নদী, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সর্বদলীয় বৈঠক