বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ২২তম জাতীয় ক্রিকেট লিগ আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে। উক্ত ক্রিকেট লিগে অংশগ্রহনের উদ্দেশে দল গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। আগামী ২২-২৪ মার্চ রাজশাহী স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় দলের সাথে প্রথম খেলায় অংশ নেবে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল। প্রথম খেলা উপলক্ষে ঘোষিত ১৪ সদস্যের দলে আছেন: মোমিনুল হক, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলী, পারভেজ ইমন, ইরফান শুক্কুর, মাহমুদুল হাসান জয়, শাহাদাত দিপু, শামীম পাটোয়ারী, ইফতেখার সাজ্জাদ রনি, হাসান মুরাদ, ইফরান হোসেন, মেহেদি হাসান রানা, নোমান চৌধুরী। গতকাল সাগরিকাস্থ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অনুশীলন ক্যাম্পের সমাপনী ও দলের জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এই সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, নির্বাহী সদস্য এবং বিভাগীয় ক্রিকেট দলের সমন্বয়কারী আবু সামা বিপ্লব, বিভাগীয় দলের হেড কোচ ও সাবেক জাতীয় খেলোয়াড় আফতাব আহমেদ, দলের নির্বাচক এবং সাবেক জাতীয় খেলোয়াড় নাফিস ইকবাল এবং নাজিম উদ্দিন। দলের ম্যানেজার মনোনীত হয়েছেন সাবেক খেলোয়াড় মাকসুদুল হাসান রাহাত, ফিজিও শিমুল দাশ।