বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় শুভ সুচনা করেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম জেলা দল ২৮ রানে কিশোরগঞ্জ জেলা দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল দারুণ শুরু করেছিল। দুই ওপেনার ৭৭ রান তুলে নেয়। কিন্তু পরের ব্যাটসম্যানরা আর সুবিধা করতে পারেনি। বিশেষ করে কিশোরগঞ্জের ইমনের বোলিং তোপের মুখে পড়ে ভাল শুরুর পরও শেষ পর্যন্ত ৩৭.৪ ওভারে ১৫৯ রানে অল আউট হয়। দলের পক্ষে দুই ওপেনার আবদুল্লাহ আল আলিফ এবং কপিল উদ্দিন করেছেন যথাক্রমে ৪১ এবং ৪৪ রান। আলিফের ২৭ বলের ইনিংসটিতে ৫টি চার এবং ৩টি ছক্কার মার রয়েছে। পরের ছয়জন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেনি। অন্যান্যের মধ্যে ইমরান ১৯, শোয়েব ১৩ এবং শামসুদ্দিন করেন ১১ রান। ২১ রান আসে অতিরিক্ত থেকে। কিশোরগঞ্জ জেলা দলের ইমন ১৯ রানে নিয়েছেন ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ফয়সাল এবং রিদওয়ান। একটি উইকেট নিয়েছেন সিফাত। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় কিশোরগঞ্জ। তবে ওপেনার অনিক একপ্রান্ত ধরে রাখলেও অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল। এক পর্যায়ে ১০৩ রানে ৯ উইকেট হারানো কিশোরগঞ্জ শেষ পর্যন্ত অল আউট হয় ১৩১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সিফাত। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার অনিক। এছাড়া ফয়সাল ১৭ এবং এয়াছিন ১৮ করেন। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রাম জেলা দলের পক্ষে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন শোয়েব। ২২ রানে ৩ উইকেট নিয়েছেন সাজিদুল। ৩৭ রানে ২ উইকেট নেন শামসুদ্দিন। একটি উইকেট নিয়েছেন ইসমাইল।