জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

| বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

চসিক এলাকায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ আগামী ৭ থেকে ১২ জানুয়ারী চলবে। এই কার্যক্রমের উপর এক অ্যাডভোকেসী সভা চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে চট্টগ্রাম প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, ডা. ইমংপ্রু চৌধুরী, ডা.মো.দেলোয়ার হোসেন, ডা. মো. সরওয়ার আলম, ডা. প্রসূন রায়। বক্তব্য রাখেন ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন প্রমুখ। বিভিন্ন তথ্য উপস্থাপন করেন জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্ত্তী ।

সভাপতির বক্তব্যে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, আগামী ৭ থেকে ১২ জানুয়ারী নগরীর ৪১টি ওয়ার্ডে প্রায় ৫ লক্ষের অধিক ছাত্র-ছাত্রী এবং শিশুদেরকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

কৃমি নাশক ট্যাবলেট না খাওয়ালে ৫-১৬ বছর বয়সী শিশুরা অপুষ্টিতে এবং শারীরিক ও মানসিক রোগে ভুগে। তাই দেশে বছরে ২বার কৃমি নাশক ওষুধ সেবনকার্যক্রম পরিচালিত হয়।

তিনি বিগত সময়ের ন্যায় উক্ত জাতীয় কৃমি নাশক ক্যাম্পেইন সফল ভাবে বাস্তবায়নে সকল জোনাল মেডিকেল অফিসারগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধআইকিউএসির এ্যাক্রডিটেইশান গ্রহণের জন্য করণীয় বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধআইআইইউসির অভিযোগ কমিটির সভা